
দীর্ঘ ১৫ বছরের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটিয়ে এবার স্কুল পর্যায়ের মেয়েদের আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়। ফাইনালে তারা ময়মনসিংহের শক্তিশালী কলসিন্দুর উচ্চ বিদ্যালয় দলকে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ঐতিহ্যবাহী কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের মেয়েরা দীর্ঘ দেড় দশক ধরে এই আঞ্চলিক পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল। তাদের সেই রাজত্বে ছেদ টেনে চ্যাম্পিয়ন হলো ধনবাড়ীর পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়।
রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ৪-৩ গোলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়।
এই ঐতিহাসিক জয়ে টাঙ্গাইল অঞ্চলের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচিত হলো।
স্কুল দলের এই অভাবনীয় সাফল্যে ধনবাড়ী উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তারা মনে করছেন, এই জয় পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ফুটবলারদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আগামীতে তারা জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনবে।
হ্যাপি আক্তার, ধনবাড়ী। 

















