
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ-এর সমর্থক গোষ্ঠীর আয়োজনে গতকাল বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, বিকালে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের সালামের মোড় এলাকায় একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ। এ সময় আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।
সভায় আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, সহ ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ তাঁর বক্তব্যে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা রাস্তা পাকা করতে চান নাকি সন্তানের ভবিষ্যৎ পাকা করতে চান? যদি সন্তানের ভবিষ্যৎ পাকা করতে চান, তাহলে সন্তানকে পড়াশোনা করাতে হবে।
তিনি আরও বলেন, পৃথিবীতে মানবসম্পদের উপরে কোনো সম্পদ নেই, তাই এই সম্পদ অর্জন করতে হলে সন্তানের ভবিষ্যৎ পাকা করতে হবে। এমনভাবে পাকা করতে হবে, যাতে সেই সন্তান ইঞ্জিনিয়ারিং ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে ভালোভাবে কর্মজীবনে থাকতে পারে। কোনো লোক যেন বেকার না থাকে।
তিনি বলেন, বাংলাদেশে বেকারত্ব দূর করতে এমন একজন লোক আপনাদের পাশে প্রয়োজন, যাতে সকল মানুষ কর্ম নিয়ে চলতে পারে। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, “আমি বলে গেলাম— আপনারা যদি আমাকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে এমপি হিসেবে জয়যুক্ত করেন, অবশ্যই আমি সন্তানদের বেকারত্ব দূর করার জন্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলব, ইনশাআল্লাহ।”