
জৈন্তাপুরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ পাথরের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ৪নং বাংলাবাজার ও শ্রীপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এই অভিযানে আরও ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।
অভিযানে বাংলাবাজার এলাকার কয়েকটি ক্রাশার মিলে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এরপর শ্রীপুর চা বাগানের পাশে মজুদ করা আরও প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে প্রশাসন।
জব্দ করা পাথর প্রসঙ্গে ইউএনও জর্জ মিত্র চাকমা জানান, গত সপ্তাহে জব্দ করা পাথরসহ বাংলাবাজার থেকে জব্দ করা মোট সাড়ে ১১ হাজার ঘনফুট পাথর ইতিমধ্যে রাংপানি নদীতে পুনঃস্থাপন করা হচ্ছে। এছাড়াও, শ্রীপুর চা বাগান থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে। তিনি আরও জানান, অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান নিয়মিত চলবে।