
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কিন্ডারগার্টেন স্কলের শিক্ষার্থীদের কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে হবিগঞ্জের সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, মাধবপুর উপজেলা শাখা।
মঙ্গলবার দুপুরে মাধবপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া। এ সময় উপজেলা সভাপতি সাইফুল হক মীর্জা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫/৭/২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার সিদ্ধান্তটি বৈষম্যমূলক।
তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অংশ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
সংবাদ সম্মেলনে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ আরও অনেকে।