সিলেট ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
News Title :
‎নিষ্ক্রিয় করা হলো বানিয়াচংয়ের কৃষি জমিতে উদ্ধার হওয়া শক্তিশালী গ্রেনেডটি। মৌলভীবাজারে VCNB বিষয়ক প্রশিক্ষণ‎ কর্মশালা অনুষ্ঠিত ‎বানিয়াচংয়ে টি-আর গ্যাস গ্রেনেড উদ্ধার, আসছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল সীমান্ত সুরক্ষা ও নির্বাচনী নিরাপত্তায় বিজিবির কঠোর নজরদারি থাকবে। ‎মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর ৬৮৫তম ওরস আগামীকাল।‎ ধনবাড়ীতে ‘জান ফুডস’ চিপস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। ‎২২ জানুয়ারী সিলেটে আসছেন তারেক রহমান‎ ‎শেরপুরের মাছের মেলা‎ বিলীন হতে বসা দুই শতাব্দীর ঐতিহ্য সিলেটে চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ ২ জন গ্রেফতার। ‎টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবু বহিষ্কার, নতুন দায়িত্বে- মালা
‎আতঙ্ক কাটিয়ে স্বস্তিতে এলাকাবাসী...

‎নিষ্ক্রিয় করা হলো বানিয়াচংয়ের কৃষি জমিতে উদ্ধার হওয়া শক্তিশালী গ্রেনেডটি।

হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন বোম ডিসপোজাল সদস্যরা।




‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষি জমিতে পাওয়া একটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড নিরাপদ ভাবে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল।


‎সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুর সাড়ে ১১টার দিকে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। বিএ-১০৯৭৫ ক্যাপ্টেন নাদিয়া আফরিন মনি, অ্যামুনিশন টেকনিশিয়ান অফিসার (এটিও) সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশনের নেতৃত্বে কর্পোরাল মশিউর রহমানের অধীন একদল বোম ডিসপোজাল সদস্য ১২ ইঞ্জিনিয়ার ১৩ ইবি হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সহায়তায় গ্রেনেডটি নিষ্ক্রিয় কররা হয়।পাড়াগাঁও মহল্লার সামনে ছামির আলী অটো রাইস মিল সংলগ্ন হাওরের ধানি জমির পাশে একটি পুকুরপাড়ের ফাঁকা মাঠে মাটির নিচে গর্ত করে গ্রেনেডটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়।


‎এ সময় ঘটনাস্থলে শিশু থেকে শুরু করে শত শত নারী-পুরুষ ভিড় জমায়। নিরাপত্তার স্বার্থে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


‎ঘটনাটি ঘটে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছিলাপাঞ্জা মহল্লায়। প্রবাসী মহিবুর মিয়ার কৃষি জমিতে বাউন্ডারির কাজ করার সময় গত ১৪ জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মাটির নিচ থেকে একটি (CCS-60C) মডেলের TEAR GAS হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেন।

‎খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বানিয়াচং থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।


‎এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয় এবং গ্রেনেডটি নিরাপদ স্থানে রেখে পুলিশ ও গ্রাম পুলিশ পাহারায় রাখে। গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশ সুপার এবং সিলেট সেনানিবাসে কমান্ডিং অফিসার অবহিত করা হয়।





ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নিষ্ক্রিয় করা হলো বানিয়াচংয়ের কৃষি জমিতে উদ্ধার হওয়া শক্তিশালী গ্রেনেডটি।

‎আতঙ্ক কাটিয়ে স্বস্তিতে এলাকাবাসী...

‎নিষ্ক্রিয় করা হলো বানিয়াচংয়ের কৃষি জমিতে উদ্ধার হওয়া শক্তিশালী গ্রেনেডটি।

সময় ০৬:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন বোম ডিসপোজাল সদস্যরা।




‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষি জমিতে পাওয়া একটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড নিরাপদ ভাবে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল।


‎সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুর সাড়ে ১১টার দিকে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। বিএ-১০৯৭৫ ক্যাপ্টেন নাদিয়া আফরিন মনি, অ্যামুনিশন টেকনিশিয়ান অফিসার (এটিও) সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশনের নেতৃত্বে কর্পোরাল মশিউর রহমানের অধীন একদল বোম ডিসপোজাল সদস্য ১২ ইঞ্জিনিয়ার ১৩ ইবি হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সহায়তায় গ্রেনেডটি নিষ্ক্রিয় কররা হয়।পাড়াগাঁও মহল্লার সামনে ছামির আলী অটো রাইস মিল সংলগ্ন হাওরের ধানি জমির পাশে একটি পুকুরপাড়ের ফাঁকা মাঠে মাটির নিচে গর্ত করে গ্রেনেডটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়।


‎এ সময় ঘটনাস্থলে শিশু থেকে শুরু করে শত শত নারী-পুরুষ ভিড় জমায়। নিরাপত্তার স্বার্থে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


‎ঘটনাটি ঘটে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছিলাপাঞ্জা মহল্লায়। প্রবাসী মহিবুর মিয়ার কৃষি জমিতে বাউন্ডারির কাজ করার সময় গত ১৪ জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মাটির নিচ থেকে একটি (CCS-60C) মডেলের TEAR GAS হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেন।

‎খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বানিয়াচং থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।


‎এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয় এবং গ্রেনেডটি নিরাপদ স্থানে রেখে পুলিশ ও গ্রাম পুলিশ পাহারায় রাখে। গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশ সুপার এবং সিলেট সেনানিবাসে কমান্ডিং অফিসার অবহিত করা হয়।