
মৌলভীবাজারে Village Crime Note Book (VCNB) সংক্রান্ত একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত) (এএন্ডএফ) জনাব মোহাম্মদ আনোয়ারুল হক। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন।
দিনব্যাপী এই কর্মশালায় মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), প্রত্যেক থানার একজন করে সাব-ইন্সপেক্টর (এসআই) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের,সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
কর্মশালায় গ্রামভিত্তিক অপরাধ তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং অপরাধ প্রতিরোধে VCNB-এর কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মৌলভীবাজার প্রতিনিধি 


















