সিলেট ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
News Title :
‎নিষ্ক্রিয় করা হলো বানিয়াচংয়ের কৃষি জমিতে উদ্ধার হওয়া শক্তিশালী গ্রেনেডটি। মৌলভীবাজারে VCNB বিষয়ক প্রশিক্ষণ‎ কর্মশালা অনুষ্ঠিত ‎বানিয়াচংয়ে টি-আর গ্যাস গ্রেনেড উদ্ধার, আসছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল সীমান্ত সুরক্ষা ও নির্বাচনী নিরাপত্তায় বিজিবির কঠোর নজরদারি থাকবে। ‎মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর ৬৮৫তম ওরস আগামীকাল।‎ ধনবাড়ীতে ‘জান ফুডস’ চিপস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। ‎২২ জানুয়ারী সিলেটে আসছেন তারেক রহমান‎ ‎শেরপুরের মাছের মেলা‎ বিলীন হতে বসা দুই শতাব্দীর ঐতিহ্য সিলেটে চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ ২ জন গ্রেফতার। ‎টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবু বহিষ্কার, নতুন দায়িত্বে- মালা
‎​দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান....

‎২২ জানুয়ারী সিলেটে আসছেন তারেক রহমান‎

একফ্রেমে সিলেটের বিএনপি’র নেতৃবৃন্দ।



‎দীর্ঘ দুই দশক পর আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ জানুয়ারি তিনি সিলেটে পৌঁছাবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেট বিভাগে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

‎সংশ্লিষ্ট দলীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি সিলেটে পৌঁছবেন তিনি। সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের মাধ্যমেই তিনি মূলত ওই অঞ্চলের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করবেন।

‎জিয়ারত শেষে তিনি সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সিলেট সফর শেষ করে তিনি সড়কপথে মৌলভীবাজার ও হবিগঞ্জের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

‎তারেক রহমানের আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে মঙ্গলবার রাতে সিলেটে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ এক জরুরি প্রস্তুতি বৈঠক করেছেন। সভায় সফরের যাবতীয় প্রস্তুতি ও শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন উপকমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।

‎বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপার্সন উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা,ড.এনামুল হক চৌধুরী,খন্দকার আব্দুল মুক্তাদির,সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক। মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান,এছাড়াও সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান চৌধুরী, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন এবং সভাপতি নাসিম হোসাইনসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎তারেক রহমানের এই সফরকে ঘিরে সিলেট বিএনপি’র তৃণমূল পর্যায়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘ ২০ বছর পর প্রিয় নেতাকে সরাসরি দেখার ও তাঁর দিকনির্দেশনা শোনার অপেক্ষায় প্রহর গুনছেন কর্মীরা। নেতৃবৃন্দ জানিয়েছেন, এই জনসভা হবে সিলেটের ইতিহাসের অন্যতম বৃহৎ গণজমায়েত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নিষ্ক্রিয় করা হলো বানিয়াচংয়ের কৃষি জমিতে উদ্ধার হওয়া শক্তিশালী গ্রেনেডটি।

‎​দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান....

‎২২ জানুয়ারী সিলেটে আসছেন তারেক রহমান‎

সময় ০৯:৪০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
একফ্রেমে সিলেটের বিএনপি’র নেতৃবৃন্দ।



‎দীর্ঘ দুই দশক পর আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ জানুয়ারি তিনি সিলেটে পৌঁছাবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেট বিভাগে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

‎সংশ্লিষ্ট দলীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি সিলেটে পৌঁছবেন তিনি। সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের মাধ্যমেই তিনি মূলত ওই অঞ্চলের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করবেন।

‎জিয়ারত শেষে তিনি সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সিলেট সফর শেষ করে তিনি সড়কপথে মৌলভীবাজার ও হবিগঞ্জের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

‎তারেক রহমানের আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে মঙ্গলবার রাতে সিলেটে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ এক জরুরি প্রস্তুতি বৈঠক করেছেন। সভায় সফরের যাবতীয় প্রস্তুতি ও শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন উপকমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।

‎বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপার্সন উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা,ড.এনামুল হক চৌধুরী,খন্দকার আব্দুল মুক্তাদির,সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক। মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান,এছাড়াও সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান চৌধুরী, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন এবং সভাপতি নাসিম হোসাইনসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎তারেক রহমানের এই সফরকে ঘিরে সিলেট বিএনপি’র তৃণমূল পর্যায়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘ ২০ বছর পর প্রিয় নেতাকে সরাসরি দেখার ও তাঁর দিকনির্দেশনা শোনার অপেক্ষায় প্রহর গুনছেন কর্মীরা। নেতৃবৃন্দ জানিয়েছেন, এই জনসভা হবে সিলেটের ইতিহাসের অন্যতম বৃহৎ গণজমায়েত।