
সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন (সরাইল)-এর পক্ষ থেকে এই প্রস্তুতির কথা জানানো হয়। ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উল্লেখ করে সেক্টর কমান্ডার বলেন, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ—এই ৪টি সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ১৭টি জেলার ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি,পর্যাপ্ত জনবল মোতায়েন,বেইজ ক্যাম্প ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সকল ভোটকেন্দ্র রেকির কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে। পাশাপাশি বিজিবি সদস্যদের নির্বাচন-পূর্ব প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং নজরদারিতে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং যে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে দিনরাত নিরবচ্ছিন্ন টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, অভিযানে ২টি বিদেশি পিস্তলসহ মোট ৫টি আগ্নেয়াস্ত্র,২টি ম্যাগাজিন,২রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের মাঝে জনসচেতনতামূলক সভার মাধ্যমে অপরাধ প্রতিরোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশে সৃষ্ট সাম্প্রদায়িক ঘটনার প্রেক্ষিতে সীমান্ত স্থিতিশীল রাখতে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয়ও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
মৌলভীবাজার প্রতিনিধি 

















