
সিলেটে যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ব্যবহার করে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
গত রবিবার (১১ জানুয়ারি) মহানগরের শাহপরাণ (রহ.) থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও গাড়িটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। দলটি প্রথমে শাহপরাণ (রহ.) থানাধীন নূরপুর এলাকার শহিদুর রহমানের গ্যারেজে অভিযান চালায়। সেখান থেকে ছিনতাইয়ে ব্যবহৃত “নাঈম এন্ড হাদী” নামের একটি সিএনজি অটোরিকশা (রেজি: সিলেট-থ-১২-৬৮৬২) উদ্ধার করা হয়।
পরবর্তীতে ওই সিএনজি মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানাধীন বিআইডিসি ও দলইপাড়া এলাকায় অভিযান চালিয়ে চালকসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত তিন ছিনতাইকারী হল,জাহিদুল ইসলাম নাজিম (২৪), পিতা- সেলিম মিয়া। ফয়সল আহমদ (২৫), পিতা- মৃত জামাল খান ও হৃদয় খান (২৩) পিতা- মৃত জামাল খান এরা দুইজন সহোদর ভাই। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই শাহপরাণ (রহ.) থানার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল, তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে সাধারণ মানুষকে সিএনজিতে তুলে সর্বস্ব লুটে নিচ্ছিল।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, এই চক্রটি সিএনজি অটোরিকশা ব্যবহার করে কৌশলে যাত্রী সাধারণের মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার। 



















