
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান সরকারি সফরে সিলেটে আগমন করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার সোনিয়া সুলতানার নেতৃত্বে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মহাপরিচালককে স্বাগত জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন,চার্জ অফিসার।
অমিত চক্রবর্তী, টিএ মো.শওকত আলী,
,ভারপ্রাপ্ত প্রেস অফিসার গোলাম মোস্তফা লিটন সহ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. মো. মাহমুদ হাসান সরকারি সফরে সস্ত্রীক সিলেটে এসেছেন। সফরকালে তিনি অধিদপ্তরের দাপ্তরিক বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সিলেটের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন।
সার্কিট হাউজে উপস্থিত কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি দাপ্তরিক কাজের গতিশীলতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
স্টাফ রিপোর্টার 


















