
বানিয়াচংয়ে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় কামাল খানীস্থ হাসান মঞ্জিলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সংসদ সদস্য পদ প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আল হাদী, সহ-সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসাইন,মখলিসুর রহমান আবু, মতিউর রহমান মতু, প্রভাষক এনামুল হক, বানিয়াচং উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত সহ-সভাপতি মাওলানা শায়েখ ইকবাল হোসাইন,মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, হাফিজ উদ্দিন খান, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ্ সালেহ আহমদ,উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসৃানী, মাওলানা হোসাইন আহমদ, হাফেজ মাওলানা শাহ্ আলম, উপজলা ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা রাফিজুল ইসলাম প্রমুখ।
শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে। 


















