
জামালপুর প্রাকৃতিক স্নিগ্ধতা আর আধুনিক বিনোদনের এক অপূর্ব সমন্বয় নিয়ে জামালপুর সদরের বেলটিয়ায় গড়ে উঠেছে ‘লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক’।
২০১৬ সালে প্রায় ১০ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই পার্কটি বর্তমানে বৃহত্তর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

আধুনিক রাইড ও বিনোদনের সমাহার,পরিবার ও বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটানোর জন্য পার্কটিতে রয়েছে দেশি-বিদেশি নান্দনিক সব রাইড। দর্শনার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। রোমাঞ্চকর রাইড মধ্যে রয়েছে, ওয়ান্ডার হুইল, বাম্পার কার এবং সুইং চেয়ার। শিশুদের রয়েছে মিনি ট্রেন,মেরী গো রাউন্ড এবং কফি কাপ। আরও রয়েছে শান্ত লেকে বোট রাইডিংয়ের সুব্যবস্থা।
ভ্রমণপিপাসুদের জন্য লুইস ভিলেজে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (AC) আধুনিক রিসোর্ট। নিরিবিলি পরিবেশে রাতযাপনের জন্য পর্যটকদের প্রথম পছন্দ। এছাড়া পার্কে রয়েছে, রেস্টুরেন্ট ও ফাস্টফুড কর্নার। এখানে দেশি ও বিদেশি স্বাদের খাবার পাওয়া যায়। এছাড়াও বিয়ে, জন্মদিন বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশাল হল রুম।

পার্ক কর্তৃপক্ষ জানায়, সাধারণ মানুষের বিনোদনের কথা মাথায় রেখে প্রবেশ মূল্য ও রাইড ফি নির্ধারণ করা হয়েছে। প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা। প্যাকেজে ৫০০ টাকায় জনপ্রতি ৯টি রাইড উপভোগের বিশেষ সুযোগ রয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশের কারণে পার্কটি অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। স্থানীয়দের মতে, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে লুইস ভিলেজ এখন জামালপুরের একটি গর্ব।
হ্যাপি আক্তার, জামালপুর থেকে ফিরে। 


















