
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (আজ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের সূচনা হয়।
প্রথমে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী শামসুন্নাহার স্বপ্না পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনগণ একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
অন্যদিকে, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে অবস্থিত স্মৃতিস্তম্ভেও শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপি, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল নারী কল্যাণ উদ্যোক্তা ফোরাম, জেলা এসএসসি ৯৬ গ্রুপ, টাঙ্গাইল ৯৬ কল্যাণ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় শহিদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে প্রদর্শনীর সালাম গ্রহণ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে তিন দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
হ্যাপি আক্তার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি 



















