
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসন্ন মিনি নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। প্রাথমিক তালিকায় নাম থাকলেও, বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এই চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।
তবে প্রত্যাশিতভাবেই টাইগার পেসার মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভিত্তিমূল্যের ৪০ জনের তালিকায় রয়েছেন।
মোস্তাফিজ ছাড়াও আরও ৬ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। এই ৭ জনের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে এক তরুণ ক্রিকেটারের নাম।
চূড়ান্ত তালিকায় যে ৭ টাইগার ক্রিকেটার
আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত বাছাইকৃত ৩৫০ জন খেলোয়াড়ের তালিকায় মোস্তাফিজুর রহমান ছাড়াও যে ৬ জন বাংলাদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন, তারা হলেন,মোস্তাফিজুর রহমান (সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি),রিশাদ হোসেন (ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি), তাসকিন আহমেদ (ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি) নাহিদ রানা (ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি) তানজিম হাসান সাকিব (ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি) শরিফুল ইসলাম (ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি) রাকিবুল ইসলাম (ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি) চমক জাগানিয়া নাম,রাকিবুল ইসলাম
চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে চমক জাগানিয়া নামটি হলো রাকিবুল ইসলাম। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই বাঁহাতি স্পিনার এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তার টি-টোয়েন্টি রেকর্ডও খুব উজ্জ্বল নয়। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ২২ ম্যাচে তার উইকেট মাত্র ১৬টি। দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতাও তার নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন কেবল ২০২৩ এশিয়ান গেমসে, যা জাতীয় দল ছিল না।
প্রাথমিকভাবে ১৩৯০ জন ক্রিকেটার মিনি নিলামের জন্য নিবন্ধিত হলেও, চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ৩৫০ জন খেলোয়াড়। সর্বোচ্চ ভিত্তিমূল্য (২ কোটি রুপি): মোস্তাফিজুর রহমানসহ মোট ৪০ জন ক্রিকেটার এই তালিকায় আছেন। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য: রিশাদ, তাসকিন, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল এই তালিকায় আছেন। ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য, স্পিনার রাকিবুল ইসলাম এই তালিকায় আছেন। চূড়ান্ত ৩৫০ জন খেলোয়াড়ের মধ্যে ভারতীয় ২৪০ জন এবং বিদেশি ১১০ জন। এই ৩৫০ জন থেকে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড় নিলামে দল পাবেন। বিদেশি ক্রিকেটারদের জন্য ৩১টি জায়গা ফাঁকা আছে।
আগামী ১৬ই ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্পোর্টস ডেস্ক। 


















