
জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর সোমবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।
সভায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে। সবার অংশ গ্রহনে অনুষ্ঠান সুন্দর ভাবে সফল করতে উপজেলার রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ সহ সর্বস্থরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাসিনুর রহমান চৌধুরী, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালকুদার, উপজেলা শিক্ষা অফিসার আবেদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি:) অভিজিৎ কুমার পাল, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজিুল হক খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল রশিদ, বীর মুক্তিযোদ্ধা কুদরত উল্লাহ,ইছা মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা আমীর গোলাম কিবরিযা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষন হিট ফাউন্ডেশন জৈন্তাপুর শাখার সভাপতি মো: ইমাম উদ্দিন,সাধারণ সম্পাদক মো: আম্বিয়া হোসাইন।
এনামুল ইসলাম, জৈন্তাপুর প্রতিনিধি 


















