
সিলেটের ক্বীন ব্রিজের কাছে ছুরিকাঘাতে ডালিম মিয়া (৩৫) নামের এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম নাঈম আহম্মদ রজব (১৯)। তিনি মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ডালিম মিয়া। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হলেও ৮ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনার পর নিহতের মা কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৭, তারিখ: ০৮/০৮/২০২৫, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। মামলায় মোট সাতজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ৮ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চৌহাট্টা এলাকায় অভিযান চালিয়ে নাঈম আহম্মদ রজবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নাঈম জৈন্তাপুরের চিকনাগুল (পানিছড়া) গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকার ০১ নং গলিতে বসবাস করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।