
লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির (বাকস) নবনির্বাচিত নেতৃবৃন্দকে গতকাল শনিবার (১৯ জুলাই) এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে বুল্লা বাজার টু কালাউক টমটম মালিক কল্যাণ সমিতি।
বুল্লা বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে বিকাল ৫টায় আয়োজিত এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি মোঃ বাদশা মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সুনাই।
এসময় আরও বক্তব্য রাখেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল আহমেদ, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জলিল পারুল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শাওন আহমেদ সেন্টু, হারুনুর রশিদ, লাইন সেক্রেটারি জুনাইদ মিয়া, সদস্য বাদল আহমেদ, বুলবুল মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল সালাম, নুরুদ্দিন এবং লাইজুল ইসলাম।
বক্তারা টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান, তারা যেন শুধু জীবিকা নির্বাহের উদ্দেশ্যে নয়, বরং যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘব ও সহজ যাতায়াতের জন্য কাজ করেন। তারা চালকদের যাত্রী হয়রানি না করার বিষয়ে সতর্ক থাকার এবং দক্ষ ও প্রাপ্তবয়স্ক চালকদের দ্বারা পরিবহন পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির প্রতি সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করে।

আলোচনা শেষে টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের পক্ষ থেকে নবনির্বাচিত বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এই আয়োজন দুই সংগঠনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।