সিলেট ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
News Title :
‎বানিয়াচংয়ে গভীর রাতে প্রবাসীর বাড়ি দখল, নিরীহ পরিবার জিম্মি! ‎নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা: ৫ জন আটক, ৬ পুলিশ সদস্য আহত‎ ‎নবীগঞ্জে আত্মহত্যা ও দাঙ্গা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা‎ সিলেটের জৈন্তাপুরে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস ‎ধনবাড়ীতে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎সিলেটের বিভিন্ন সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক: বিজিবি’র সাফল্য ‎সখীপুরে মুসলিম জুয়েলার্সকে ১ লাখ টাকা জরিমানা ‎ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ও গাজায় গণহত্যা বন্ধের দাবিতে হবিগঞ্জে আইনজীবীদের মানববন্ধন ‎টাঙ্গাইল সদরে চাড়াবাড়ি এস ডি এস ব্রীজের পশ্চিম অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মৃতের স্ত্রী হত্যা মামলা দিয়ে সাংবাদিক পরিবারকে হয়রানি, তদন্ত প্রতিবেদনের উপর তিনবার নারাজি ॥

সিলেট নগরীতে লাইভ বেকারির জনপ্রিয়তা বাড়ছে, টাটকা খাবার পাচ্ছেন ক্রেতারা।।

লাইভ বেকারিতে এভাবেই দিনভর ক্রেতাদের ভীর থাকে।
ছবি- সাদেক খান।

সিলেট নগরীতে সম্প্রতি লাইভ বেকারিগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই বেকারিগুলো তাদের দোকানেই সব ধরনের বেকারি পণ্য তৈরি করে এবং সরাসরি বিক্রি করে। তাদের স্লোগান, সিলেটি ভাষায় “ওনোই বানাই, ওন বেছি” (এখানেই বানাই, এখানেই বেচি), ক্রেতাদের কাছে বেশ আকর্ষণীয়।
টাটকা ও মানসম্মত পণ্য লাইভ বেকারিগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তারা প্রতিদিন সতেজ ও টাটকা খাবার তৈরি করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিস্কুট, কেক, পাউরুটি, বনসহ নানা ধরনের খাদ্যসামগ্রী তৈরি হয়। এসব পণ্যের মান এবং স্বাদ বাজারে প্রচলিত অন্যান্য কোম্পানির পণ্যের তুলনায় অনেক ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই বেকারিগুলোতে কোনো বাসি খাবার পাওয়া যায় না। এ কারণে ক্রেতারা প্রতিদিন সন্ধ্যার পর লাইভ বেকারিতে কেক, পাউরুটি বা অন্যান্য খাবার খুঁজে নাও পেতে পারেন, কারণ তা বিক্রি হয়ে যায়।
সিলেটের প্রথম লাইভ বেকারির প্রসার দিনদিন বেড়েই চলেছে। নগরীর প্রায় এলাকায় এখন টাটকা সুস্বাদু খাবার তৈরি হচ্ছে এসব বেকারিতে।

লাইভ বেকারিতে খাবার বানানো হয় এসব অটোমেটিক মেশিনে।
ছবি- সাদেক খান।


সিলেট শহরে “আশা লাইভ বেকারি” প্রথম এই ব্যবসা শুরু করে।
আম্বরখানা এয়ারপোর্ট রোডের আশা লাইভ বেকারির একজন বিক্রয়কর্মী জানান, সিলেট নগরীতে তাদের আরও চারটি শাখা রয়েছে। আশা লাইভ বেকারির সাফল্যের পর নগরীতে আরও বেশ কয়েকটি লাইভ বেকারি তাদের ব্যবসা শুরু করেছে এবং দিন দিন এই ধরনের বেকারির সংখ্যা বাড়ছে। এই নতুন ধারা সিলেটের খাদ্যপ্রেমীদের কাছে সতেজ ও মানসম্মত বেকারি পণ্যের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে গভীর রাতে প্রবাসীর বাড়ি দখল, নিরীহ পরিবার জিম্মি!

সিলেট নগরীতে লাইভ বেকারির জনপ্রিয়তা বাড়ছে, টাটকা খাবার পাচ্ছেন ক্রেতারা।।

সময় ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
লাইভ বেকারিতে এভাবেই দিনভর ক্রেতাদের ভীর থাকে।
ছবি- সাদেক খান।

সিলেট নগরীতে সম্প্রতি লাইভ বেকারিগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই বেকারিগুলো তাদের দোকানেই সব ধরনের বেকারি পণ্য তৈরি করে এবং সরাসরি বিক্রি করে। তাদের স্লোগান, সিলেটি ভাষায় “ওনোই বানাই, ওন বেছি” (এখানেই বানাই, এখানেই বেচি), ক্রেতাদের কাছে বেশ আকর্ষণীয়।
টাটকা ও মানসম্মত পণ্য লাইভ বেকারিগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তারা প্রতিদিন সতেজ ও টাটকা খাবার তৈরি করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিস্কুট, কেক, পাউরুটি, বনসহ নানা ধরনের খাদ্যসামগ্রী তৈরি হয়। এসব পণ্যের মান এবং স্বাদ বাজারে প্রচলিত অন্যান্য কোম্পানির পণ্যের তুলনায় অনেক ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই বেকারিগুলোতে কোনো বাসি খাবার পাওয়া যায় না। এ কারণে ক্রেতারা প্রতিদিন সন্ধ্যার পর লাইভ বেকারিতে কেক, পাউরুটি বা অন্যান্য খাবার খুঁজে নাও পেতে পারেন, কারণ তা বিক্রি হয়ে যায়।
সিলেটের প্রথম লাইভ বেকারির প্রসার দিনদিন বেড়েই চলেছে। নগরীর প্রায় এলাকায় এখন টাটকা সুস্বাদু খাবার তৈরি হচ্ছে এসব বেকারিতে।

লাইভ বেকারিতে খাবার বানানো হয় এসব অটোমেটিক মেশিনে।
ছবি- সাদেক খান।


সিলেট শহরে “আশা লাইভ বেকারি” প্রথম এই ব্যবসা শুরু করে।
আম্বরখানা এয়ারপোর্ট রোডের আশা লাইভ বেকারির একজন বিক্রয়কর্মী জানান, সিলেট নগরীতে তাদের আরও চারটি শাখা রয়েছে। আশা লাইভ বেকারির সাফল্যের পর নগরীতে আরও বেশ কয়েকটি লাইভ বেকারি তাদের ব্যবসা শুরু করেছে এবং দিন দিন এই ধরনের বেকারির সংখ্যা বাড়ছে। এই নতুন ধারা সিলেটের খাদ্যপ্রেমীদের কাছে সতেজ ও মানসম্মত বেকারি পণ্যের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।