সিলেট ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
News Title :
‎বানিয়াচংয়ে গভীর রাতে প্রবাসীর বাড়ি দখল, নিরীহ পরিবার জিম্মি! ‎নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা: ৫ জন আটক, ৬ পুলিশ সদস্য আহত‎ ‎নবীগঞ্জে আত্মহত্যা ও দাঙ্গা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা‎ সিলেটের জৈন্তাপুরে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস ‎ধনবাড়ীতে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎সিলেটের বিভিন্ন সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক: বিজিবি’র সাফল্য ‎সখীপুরে মুসলিম জুয়েলার্সকে ১ লাখ টাকা জরিমানা ‎ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ও গাজায় গণহত্যা বন্ধের দাবিতে হবিগঞ্জে আইনজীবীদের মানববন্ধন ‎টাঙ্গাইল সদরে চাড়াবাড়ি এস ডি এস ব্রীজের পশ্চিম অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মৃতের স্ত্রী হত্যা মামলা দিয়ে সাংবাদিক পরিবারকে হয়রানি, তদন্ত প্রতিবেদনের উপর তিনবার নারাজি ॥

‎নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা: ৫ জন আটক, ৬ পুলিশ সদস্য আহত‎



হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল ফোন উদ্ধার অভিযানে গিয়ে চোর এবং তাদের পরিবারের লোকজনের হামলায় ৬ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের ফুলকলির পেছনের শিবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কনস্টেবল ইমরানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত এসআই মেহেদী, এসআই মাইনুল, এএসআই মোশাররফসহ ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎হামলার ঘটনা ও পুলিশের অভিযান
‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহর ও আশপাশের এলাকায় মোবাইল চুরি ও মাদকের ঘটনা বেড়ে যাওয়ায় নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামানের নির্দেশে পুলিশের বিশেষ অভিযান চলছিল। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী, এসআই মাইনুল ও এএসআই মোশাররফের নেতৃত্বে একদল পুলিশ চোরাই মোবাইল উদ্ধারে শিবপাশা এলাকায় তাৎক্ষণিক অভিযানে যায়।

‎অভিযান চলাকালীন চোরদের সিন্ডিকেট ও তাদের পরিবারের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে মামুন মিয়া নামে এক যুবক ধারালো দা দিয়ে কোপ দিলে কনস্টেবল ইমরান গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে আসা এসআইসহ অন্য পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়ে আহত হন।

‎খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দা হাতে থাকা মামুন মিয়াসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটক মামুন মিয়া নোয়াপাড়া গ্রামের মৃত হিরণ মিয়ার পুত্র এবং তারা দীর্ঘদিন ধরে শিবপাশা এলাকায় বসবাস করে আসছেন। ওই পরিবারের বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানা যায়।

‎পরে আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল ইমরানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে গভীর রাতে প্রবাসীর বাড়ি দখল, নিরীহ পরিবার জিম্মি!

‎নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা: ৫ জন আটক, ৬ পুলিশ সদস্য আহত‎

সময় ১০:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫



হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল ফোন উদ্ধার অভিযানে গিয়ে চোর এবং তাদের পরিবারের লোকজনের হামলায় ৬ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের ফুলকলির পেছনের শিবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কনস্টেবল ইমরানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত এসআই মেহেদী, এসআই মাইনুল, এএসআই মোশাররফসহ ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎হামলার ঘটনা ও পুলিশের অভিযান
‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহর ও আশপাশের এলাকায় মোবাইল চুরি ও মাদকের ঘটনা বেড়ে যাওয়ায় নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামানের নির্দেশে পুলিশের বিশেষ অভিযান চলছিল। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী, এসআই মাইনুল ও এএসআই মোশাররফের নেতৃত্বে একদল পুলিশ চোরাই মোবাইল উদ্ধারে শিবপাশা এলাকায় তাৎক্ষণিক অভিযানে যায়।

‎অভিযান চলাকালীন চোরদের সিন্ডিকেট ও তাদের পরিবারের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে মামুন মিয়া নামে এক যুবক ধারালো দা দিয়ে কোপ দিলে কনস্টেবল ইমরান গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে আসা এসআইসহ অন্য পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়ে আহত হন।

‎খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দা হাতে থাকা মামুন মিয়াসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটক মামুন মিয়া নোয়াপাড়া গ্রামের মৃত হিরণ মিয়ার পুত্র এবং তারা দীর্ঘদিন ধরে শিবপাশা এলাকায় বসবাস করে আসছেন। ওই পরিবারের বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানা যায়।

‎পরে আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল ইমরানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।