
সারাদেশের মতো সিলেটের জৈন্তাপুর উপজেলায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে ৮ অক্টোবর বুধবার উপজেলা মিলনাতনে (মিলনায়তনে) এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জর্জ মিত্র চাকমা বলেন, এবারের প্রতিপাদ্য ‘আমি কন্যাশিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ অত্যন্ত সময়োপযোগী।
তিনি উল্লেখ করেন, এই প্রতিপাদ্যটি আমাদের কন্যাশিশুদের বিকাশের ইতিবাচক দিকগুলোকেই ইঙ্গিত করে। এর মূল তাৎপর্য হলো, কন্যাশিশুদের আত্মমর্যাদা, দক্ষতা, সাহসিকতা ও নেতৃত্বে উদ্বুদ্ধ করা এবং তাদের বিকাশের জন্য একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ তৈরি করা।
তিনি আরও জোর দিয়ে বলেন, “কন্যাশিশুরা এখন আর বোঝা নয়। তারা প্রমাণ করেছে- সুযোগ পেলে তারাও দক্ষ, যোগ্য ও নেতৃত্বে সক্ষম হয়ে উঠতে পারে।” জর্জ মিত্র চাকমা সবাইকে মনে করিয়ে দেন, “ভুলে গেলে চলবে না, একজন নারী এক মানবসম্পদ, আর কন্যাশিশুরা সেই সম্পদের অঙ্কুর।”

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদ হোসেন, তথ্য আপা, এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।