
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শাখায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ, বুধবার ০৮ অক্টোবর বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা শাখার ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওঃ এইচ এম ফজলুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা শাখার ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ ফজলুল হক (মধু)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম (মুন্সি), ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান, উপজেলা বিএনপির সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, ধোপাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, ধনবাড়ী উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ (দুদু), এবং পৌর ওলামা দলের আহ্বায়ক হাফেজ আবু সাইদ ফকির শাহীন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
আলোচনা শেষে দেশ ও দলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।