
সারাদেশের ন্যায় সিলেট জেলার জৈন্তাপুরেও বিশ্ব শিক্ষক দিবস যথাযথ মর্যাদা ও উদ্দীপনার সাথে পালিত হয়েছে।
০৫ অক্টোবর রবিবার, সকাল ১১ টায় “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। তাঁর বক্তব্যে তিনি বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান জানাতেই আজ সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হলেও বর্তমানে দেশের বিভিন্ন স্তরের শিক্ষকেরা আর্থিক ও মর্যাদার দাবিতে নানা রকমের আন্দোলন করছেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, এবং এ বছরের প্রাথমিক বিদ্যালয় থেকে নির্বাচিত গুণী শিক্ষক শহীদ মিয়া।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষকদের আর্থিক ও সামাজিক গুরুত্বের উপর জোর দেন। তাঁরা বলেন, শিক্ষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে কোনোভাবেই সঠিকভাবে শিক্ষকতা চালিয়ে যাওয়া সম্ভব নয়। এতে একদিকে যেমন শিক্ষার মান ধরে রাখা কঠিন হবে, তেমনি দেশের ভবিষ্যৎ মেধাবী প্রজন্মরা এই পেশায় আসতে নিরুৎসাহিত হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি- বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।