
টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নাজির জুবায়ের আল মাহমুদ (রনি) অকাল প্রয়াত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাজির জুবায়ের আল মাহমুদ রনির এই আকস্মিক মৃত্যুতে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ তাঁর বন্ধু-স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর কর্মদক্ষতা ও সদাচারণের জন্য তিনি সকলের কাছে প্রিয় ছিলেন।
তাঁর অকাল প্রয়াণে জেলা প্রশাসক কার্যালয় একজন নিষ্ঠাবান কর্মীকে হারাল, যা সহজে পূরণ হওয়ার নয়। শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি রইল সমবেদনা।