
শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিন হবিগঞ্জে কুমারী পূজায় এ বছর দেবীরূপে পূজিতা হয়েছেন উৎসা চক্রবর্তী।
শহরের চিড়াকান্দি এলাকার উজ্জ্বল চক্রবর্তী ও রিক্তা ভট্টাচার্যের ৬ বছর ৮ মাস ১৯ দিন বয়সী কন্যা এবং প্রথম শ্রেণির ছাত্রী উৎসা চক্রবর্তী। ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে শাস্ত্রীয় বিধান অনুযায়ী তাঁকে মালিনী কুমারী হিসেবে নির্বাচিত ও পূজিতা করা হয়।

প্রতি বছরের মতো এবারও কুমারী পূজা দেখতে সকাল থেকেই রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে। নানা বয়সী হাজারো ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গারূপে সজ্জিত করে মণ্ডপে আনা হয় কুমারীকে। মা দেবীকে লাল শাড়ি, হাতে শাঁখা, মাথায় ঝলমলে মুকুট এবং দু-হাতে পুষ্প দিয়ে সাজিয়ে তাঁর আসনে আসীন করা হয়। এরপর পুরোহিত মন্ত্রোচ্চারণের মাধ্যমে ধর্মীয় আচারে কুমারী মাতাকে দেবীরূপে বরণ করে নেন।
পূজা উপলক্ষে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।