
আসন্ন শারদীয় দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার মহৎ উদ্দেশ্যে হবিগঞ্জ জেলা বাম জোটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর রবিবার জেলা সিপিবি কার্যালয়ে এই সভা হয়, যেখানে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বামজোট নেতা নূরুল হুদা চৌধুরী শিবলীর সভাপতিত্বে এবং সিপিবি সভাপতি পীযূষ চক্রবর্তীর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নলিনী কান্ত রায় নিরু, উপদেষ্টা বীরেন্দ্র লাল রায়, এবং সহ-সভাপতি অনুপ কুমার দেব মনা ও বাদল কুমার রায়, বাসদ নেতা এডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আজমান আহমেদ,অশোক কুমার রায় মঙ্গল, এবং শুধাংশু সূত্রধর।

পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট অর্জুন রায়, দপ্তর সম্পাদক মিহির দাশ, অর্থ সম্পাদক রজত রায়, এবং পৌর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পায়েল আচার্যী।
সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,
বামজোটের পক্ষে নুরুজ্জামান তরফদার, ফয়সল আহমেদ, মোশারফ হোসেন শান্ত, রনজন কুমার রায়, কবি ও সাহিত্যিক হারুন সিদ্দিকী, শ্রমিক নেতা শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ উৎসবের সময় শান্তি-সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষায় যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার করেন।
এই আলোচনার মূল লক্ষ্য ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার জন্য যৌথ উদ্যোগ গ্রহণ করা।