
‘টেকসই উন্নয়নে পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার খান-মোঃ রেজা-উন-নবী।
র্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিং, জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল করিম, এবং প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।