
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শ্বশুরবাড়ির জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে এক জামাই নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত ব্যক্তির নাম হারিছ মিয়া (৩৫)। তিনি নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাও গ্রামের হামিদ মিয়ার ছেলে। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তিনি হলদাপুর হাওরের জমিতে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে তিনি যখন জমিতে কাজ করছিলেন, ঠিক তখনই আচমকা বজ্রপাত সরাসরি তাঁর ওপর আঘাত হানে। বজ্রাঘাতে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনা জানার পর স্থানীয় এলাকাবাসী দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে, সেখানে কর্তব্যরত চিকিৎসক হারিছ মিয়াকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।