
সিলেট জেলার এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদুল হোসেন তোফা মন্তব্য করেন যে, যোগ্য কন্টাক্টরের অভাবে বাহিরের কন্ট্রাক্টর দিয়ে কাজ করানো হয়।
তবে বাহিরের কন্ট্রাক্টরকে আমরা পছন্দ করি না এবং সবসময় এর বিরোধিতা করে আসছি।
গোয়াইনঘাটের সিনিয়র কন্ট্রাক্টর লুৎফুল হক (লুৎফুর)-এর সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সদস্য আমির উদ্দিন-এর সঞ্চালনায় আয়োজিত এই সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কন্ট্রাক্টর হাফিজ মোতাহির, এবং স্বাগত বক্তব্য রাখেন কন্ট্রাক্টর কামরুজ্জামান মুকুল।
প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন: সিলেট জেলা কমিটির উপদেষ্টা বাবু রাখাল দে, জেলার সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ সহ-সাধারণ সম্পাদক যুবনেতা দেলওয়ার হোসেন
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গোয়াইনঘাটের সিনিয়র কন্ট্রাক্টর এম এ মতিন, ফারুক আহমদ, আব্দুল জব্বার, লোকমান উদ্দিন, সিরাজ উদ্দিন ও সালেহ আহমদ প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, জাহিদ আহমদ, সুজন আহমদ-সহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
সম্মেলনে গোয়াইনঘাট উপজেলা শাখার নতুন তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি সিনিয়র কন্টাক্টর আব্দুল মতিন সাধারণ সম্পাদক: সিরাজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক: সালেহ আহমদ
নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।