
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই অভিযানে, ধনবাড়ী পৌর এলাকার খিদমা ডায়াগনস্টিক সেন্টারকে শব্দদূষণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েম ইমরান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি জানান, দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়েছে।
মো. সায়েম ইমরান বলেন, ধনবাড়ীতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের মাইকিং বা প্রচারণার মাধ্যমে শব্দদূষণ করা যাবে না। যারা এই সরকারি আদেশ অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে এবং গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই কাজে সহযোগিতা চেয়েছেন।
অভিযানে স্থানীয় সাংবাদিক, অনলাইন সিলেট এবং ধনবাড়ী মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।