
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন-২০২৫-এর ফলাফল ঘোষণা করা হয়েছে।
এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ তোফাজ্জল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ কায়েস আহমেদ সালমান।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহ-সভাপতি হিসেবে হাফিজ শাহ আলম হেলাল (একক প্রার্থী) এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাহিদ মিয়া নির্বাচিত হয়েছেন।
এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রিঙ্কু দেবনাথ সহ অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া এবং দুই নির্বাচন কমিশনার জালাল উদ্দিন লস্কর ও আনিসুর রহমান মুক্তার নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এই নির্বাচনটি স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।