
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে উপজেলার লামাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের সবাই টমটমের যাত্রী।

আহতরা হলেন ভিত্রিখেল গ্রামের হান্নান মিয়ার ছেলে জাবেদ আহমদ (১৮), নুরুল মিয়ার ছেলে সাদিক (১৯), শাকিল আহমদ (২৮), মাসুম আহমদ (২০), দেলোয়ার ও জাকির।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টমটমের সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তাদের সেখানেই চিকিৎসা চলছে।