
সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন বানিয়াচং উপজেলার সাগরদিঘি পশ্চিম পাড় মহল্লার বাসিন্দা শামীমা আক্তার (৪৫) এবং তার চার বছর বয়সী ছেলে তকি। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শামীমা তার ছেলে তকিকে নিয়ে দিনারপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। চালক ও সহকারী সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর নিহতের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে নবীগঞ্জ থানা গোপলার বাজার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।
এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালক ও তার সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, দিনারপুর কলেজের সামনে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এই স্থানে একটি জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এর ফলে পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয়রা দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।