
টাঙ্গাইল মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ১ জন গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে ।
টাঙ্গাইল হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় নগর জালফৈ বাইপাস এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
ঢাকা অভিমুখে যাত্রা করা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এই দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। বাসটিকে আটক করার জন্য পুলিশি অভিযান চলছে।