
হবিগঞ্জ বারের জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট অলিউর রহমান (৬৫) আর নেই। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সিলেটের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তোপখানা গ্রামের বাসিন্দা ছিলেন। এডভোকেট অলিউর রহমানের মৃত্যুতে আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. শাখাওয়াত হাসান জীবন শোক জানিয়েছেন। পরিবারের প্রতিও সমবেদনা জানান।
তাঁর মৃত্যুতে অনলাইন সিলেট ডটকম পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।