
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যত এক বছরেরও বেশি সময় ধরে নেতৃত্বশূন্য হয়ে পড়েছে।
নির্বাচিত চেয়ারম্যানের অনুপস্থিতি এবং প্যানেল চেয়ারম্যান না থাকায় জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান সনদসহ সকল প্রকার সরকারি সেবায় চরম স্থবিরতা দেখা দিয়েছে। এর ফলে সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।
চেয়ারম্যানের অনুপস্থিতি ও ‘নাইন মার্ডার’ মামলা
নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান খান গত ৫ই আগস্ট চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্টদের গুলিতে ৯ জন নিহতের ঘটনায় ‘নাইন মার্ডার’ মামলার তালিকাভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানা যায়।
তিনি দীর্ঘদিন ধরে তার অনুপস্থিতির কারণে ইউনিয়নে কোনো প্যানেল চেয়ারম্যানও নিয়োগ করা হয়নি, যা পরিষদের স্বাভাবিক কার্যক্রমকে পুরোপুরি অচল করে দিয়েছে।
বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যনির্বাহী দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তবে তার মূল দায়িত্ব ভূমি অফিসের কাজ দেখাশোনা করা। ফলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধান করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এই সুযোগে অফিসের কর্মচারীদের মধ্যে দায়িত্বে অবহেলা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়মিত সকাল ১০টায় আসার কথা থাকলেও তারা প্রায়ই দুপুর ১২টা বা তারও পরে অফিসে আসেন। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।
স্থানীয় বাসিন্দা সুফল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রয়োজনের তাগিদে বারবার অফিসে এসেও কাজ হচ্ছে না। কর্মচারীরা ঠিকমতো না আসায় আমাদের সময় ও টাকা দুটোই নষ্ট হচ্ছে।” আরেক ভুক্তভোগী আজমল মিয়া জানান, “একটি ট্রেড লাইসেন্সের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। চেয়ারম্যান না থাকায় সব ধরনের কাজেই ধীরগতি।”
এই পরিস্থিতিতে জনসেবা নিশ্চিত করতে দ্রুত প্যানেল চেয়ারম্যান নিয়োগ এবং প্রশাসনিক তদারকি জোরদার করা জরুরি। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন এবং নাগরিক সেবা আবারও স্বাভাবিক হবে।
১নং উত্তর পূব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) ইসমাঈল রহমানের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি বলে এই প্রতিবেদক জানান।