
টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন।
আজ ৬ সেপ্টেম্বর রোজ শনিবার আয়োজিত এই সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনের উদ্বোধন করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহিন প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আরশেদ আলী। এছাড়াও মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।