
মানবাধিকার বাস্তবায়ন, পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সিলেট জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে মানবাধিকার, পরিবেশ সুরক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে আসক ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক ও সিলেট বিভাগের চেয়ারম্যান জনাব রকিব আল মাহমুদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার, ডায়াবেটলজিস্ট ডাঃ এম মঞ্জুর আহমেদ এবং আসক ফাউন্ডেশনের সিলেট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগের পরিচালক জনাব শাহাবুদ্দীন, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক-০১ অ্যাডভোকেট দিদার আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল আহমেদ সহ নতুন কমিটির সকল নেতৃবৃন্দ। এছাড়াও রোটারি ক্লাব অব কিংব্রীজ এর সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।