
সুনামগঞ্জের দিরাই পৌরসভায় বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন রাধানগর গ্রামের আব্দুস সহিদ (৫৫), আবুল কাশেম (৫০) এবং সাঈদ মিয়া (২২)। তাদের প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাই পৌর বিএনপি’র ৪নং ওয়ার্ড কমিটি গঠনের জন্য বৃহস্পতিবার বিকেলে ভোটগ্রহণ শুরু হয়। এসময় সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর গ্রুপ ও আব্দুস সহিদ গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পরপরই দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ বেঁধে যায়।
পৌর বিএনপি’র প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও পরে সংঘর্ষের খবর পেয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।