
সিলেটের গোয়াইনঘাটে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয়রা শিশু অপহরণকারী সন্দেহে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিলে তার পরিচয় বেরিয়ে আসে। জানা যায়, আটক ব্যক্তি নারায়ণগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী ‘শুটার রিয়াজ’।
বুধবার বিকেলে গোয়াইনঘাটের আলীরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ওরফে ‘শুটার রিয়াজ’ তার দুই শিশু কন্যাকে নিয়ে একটি গাড়িতে করে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে তিনি আলীরগ্রামের একটি বাড়ির বারান্দায় শিশুদের রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এতে স্থানীয় গ্রামবাসীর সন্দেহ হয়।
দুই শিশুকে রেখে পালানোর চেষ্টা করায় তারা তাকে শিশু অপহরণকারী মনে করে ধাওয়া করে আটক করেন। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করতে শুরু করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিয়াজুল ও তার দুই সন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তার ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
থানায় জিজ্ঞাসাবাদের পর তার আসল পরিচয় সামনে আসে। জানা যায়, আটক ব্যক্তি হলেন নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর প্রধান ‘শুটার রিয়াজ’। এই ঘটনায় গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী জানান, প্রথমে এটিকে পারিবারিক ভুল বোঝাবুঝি মনে করা হয়েছিল। কিন্তু থানায় যাওয়ার পর আসল রহস্য উন্মোচিত হয়।