
টাঙ্গাইলে ধনাবাড়ি উপজেলার ধোপাখালী ইউনিয়নবাসী দিনের প্রায় ১৬ ঘণ্টাই বিদ্যুৎবিহীন অবস্থায় থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি।
২৭টি ছোট-বড় গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নটি শিক্ষা ও যোগাযোগের দিক থেকে এগিয়ে থাকলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে পিছিয়ে পড়ছে ইউনিয়ন টি।
ধোপাখালী ইউনিয়নে বেশ কয়েকটি স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থী ও ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় চরম বিড়ম্বনায় পড়ছেন।
বিশেষ করে বর্ষাকালে সামান্য ঝড়বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায় এবং সহজে আসার কোনো খবর থাকে না।
এতে পড়াশোনার চরম ব্যাঘাত ঘটছে। একই সাথে বৃদ্ধ ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতেও ফেলছে এই বিদ্যুৎ বিভ্রাট।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ যাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকলেও আসার কোনো সময় নেই। তাদের দাবি, পল্লী বিদ্যুতের কর্মীরা নিজেদের ইচ্ছেমতো বিদ্যুৎ সরবরাহ করেন। কোনো কারণ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না।
স্থানীয়রা বলছেন, তারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেন এবং কোনো বিল বকেয়া নেই। এরপরও কেন তাদের ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কবলে পড়তে হবে, সেই প্রশ্ন তুলছেন তারা। লোডশেডিংয়ের কারণে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে এবং যেকোনো মুহূর্তে এর প্রতিবাদে দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে ধনাবাড়ি পল্লী বিদ্যুতের ডিজিএম কে অনেক বার কল করেও কোন সাড়া পাওয়া যায়নি!
তবে মাঠ পর্যায়ে কর্মরত লাইনম্যানদের সাথে কথা বলে জানা যায় যে, গত তিন দিন ধরে লাইন সংস্কারের কাজ করা হচ্ছে। আশা করা যায় যে আগামী সপ্তাহে বিদ্যুৎ এর ভোগান্তি অনেক খানি কমে আসবে