
সিলেটের গোয়াইনঘাটে দুই শিশু অপহরণের চেষ্টার সময় স্থানীয় জনতা এক ব্যক্তি কে এবং অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কার আটক করেছে। তবে এ ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে গেছে। বর্তমানে পুলিশ ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছে।
ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আলীরগ্রামে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ঢাকা মেট্রো-ঘ ১৬১৫১৯ নম্বরের একটি বিলাসবহুল প্রাইভেট কারে করে দুই শিশুকে নিয়ে যাওয়ার সময় তাদের সন্দেহ হয়। তখন স্থানীয় জনতা গাড়িটিকে ঘিরে ধরলে চালক দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।
পরে গাড়িটি থেকে উদ্ধার করা হয় দুই শিশুকে। দেখা যায়, তাদের পরনে একই রঙের পোশাক, যা প্রাইভেট কারটির রঙের সাথেও হুবহু মিলে যায়। এতে অপহরণকারী চক্রের পূর্বপরিকল্পিত প্রস্তুতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
স্থানীয় জনগণ জানান, শিশুদের কোথায় বাড়ি বা তাদের পিতা মাতা বা কে, পুলিশের অনুসন্ধানে জানা যাবে বলে তাদের ধারণা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ। পুলিশ গাড়িটি জব্দ করে এবং শিশু দুটিকে উদ্ধার করে। এ ঘটনার পেছনে কোনো বড় চক্র জড়িত আছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে। পলাতক ড্রাইভারকে খুঁজে বের করতে এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে জোর তৎপরতা শুরু হয়েছে।
এলাকাবাসীর সাহসিকতায় দুটি শিশু একটি সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পাওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।