
জৈন্তাপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকা থেকে প্রায় ২৮ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ১৯ হাজার ৪০টি বেটনোভেট-এন ক্রিম উদ্ধার করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে বিজিবি, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্য কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।