
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হবিগঞ্জ জেলার ১১ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টা হবিগঞ্জ টাউনহলে প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন গণ মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ গনি।
সিপিবি’র জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক কমরেড আজমান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড পরেশ কর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ ও উদীচী হবিগঞ্জ জেলা সভাপতি ইকরামুল ওয়াদুদ।
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড সাজিদুল ইসলাম ও পীযুষ চক্রবর্তী।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উদ্বোধনী পর্ব শেষে বিকেল ৩ টায় শুরু হয় কাউন্সিল অধিবেশন।
কাউন্সিল অধিবেশনে আলোচনা পর্যালোচনা শেষে কমরেড পীযূষ চক্রবর্তীকে সভাপতি
ও আজমান আহমেদ কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য জেলা কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন কুমার রায়, নির্বাহী সদস্যরা হলেন, কমরেড হাবিবুর রহমান
কমরেড আব্দুর রশিদ কমরেড আরিফুল হক জিতু কমরেড আতাউর রহমান,কমরেড ধনু মিয়া
কমরেড কাজল চক্রবর্তী ও কমরেড কমল চক্রবর্তী।