
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে সেগুন গাছ চুরির খবর সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় দৈনিক কালবেলার মাধবপুর প্রতিনিধি মুজাহিদ মুসি বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে দৈনিক কালবেলা’র প্রতিনিধি মুজাহিদ মুসি ও দৈনিক বাংলা টাইমস-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে ৪টি বড় সেগুন গাছ চুরির খবর পান, যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।
তারা তথ্য সংগ্রহের জন্য চুনারুঘাট থানার ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি রেঞ্জ অফিসের কাছে পুকুরপাড়ে গিয়ে ছবি তোলার সময় সাতছড়ি রেঞ্জের বিট অফিসার মামুনুর রশীদ (৫০), জুনিয়র ওয়াইল্ড স্কাউট নূর মোহাম্মদ (৪২) এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে মামুনুর রশীদ সাংবাদিক মুজাহিদ মুসিকে শক্তভাবে ধরে রাখলে নূর মোহাম্মদ তার হাতে থাকা রড দিয়ে মুসির মাথায় আঘাত করার চেষ্টা করে। মুসি তার বাম হাত দিয়ে আঘাতটি ঠেকানোর চেষ্টা করলে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মাঝখানে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়।
এ সময় মামুনুর রশীদ সাংবাদিক ত্রিপুরারী দেবনাথের কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যের একটি ডিএসএলআর ক্যামেরা, ২ হাজার ৬০০ শত টাকা এবং একটি মানিব্যাগ ছিনিয়ে নেয়।
এ বিষয়ে অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশীদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সিলেট বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, “আমি বিষয়টি জেনেছি। সাংবাদিকদের ওপর হামলা করা ঠিক হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা তদন্ত করে এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।”
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলম জানান, এ ব্যাপারে একজন উপ-পরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।