
”পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”—এই স্লোগানকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন হবিগঞ্জ ও লাখাই টিম সম্প্রতি বুল্লা সড়কবাজারে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। নোংরা আবর্জনায় ভরা এই স্থানটি স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অল্প সময়েই ঝকঝকে হয়ে ওঠে।
আজ বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এই কর্মসূচিতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক দল বুল্লা বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য পরিষ্কার করে। এই অভিযানে স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরাও সক্রিয়ভাবে অংশ নেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপের কারণে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল। বিডি ক্লিনের এই উদ্যোগে স্থানটি আবার বসবাসযোগ্য পরিবেশ ফিরে পেয়েছে।
একজন পথচারী বলেন, এই ধরনের কর্মসূচি শুধু বাজারের সৌন্দর্যই বাড়াবে না, বরং জনসচেতনতা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে। পরিচ্ছন্ন পরিবেশই পর্যটকদের আকর্ষণ করে।
বিডি ক্লিন হবিগঞ্জ টিমের সমন্বয়ক ও স্বেচ্ছাসেবীরা জানান, তাদের মূল লক্ষ্য শুধু ময়লা পরিষ্কার করা নয়, বরং নাগরিকদের মনে দায়িত্ববোধ সৃষ্টি করা। তারা বলেন, “আমরা যদি প্রত্যেকে নিজের ঘর, রাস্তা এবং আশপাশের জায়গা পরিষ্কার রাখি, তাহলে পুরো শহরই পরিষ্কার থাকবে।” এই কর্মসূচির মাধ্যমে বিডি ক্লিন মানুষকে পরিচ্ছন্নতার এই আন্দোলনে যুক্ত করতে চায়।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিডি ক্লিন দেশব্যাপী এই পরিচ্ছন্নতা আন্দোলন চালিয়ে আসছে। বর্তমানে দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং অনেক ইউনিয়নেও তাদের কার্যক্রম বিস্তৃত।
পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় বিডি ক্লিনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগ পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই অভিযান তদারকি করতে উপস্থিত ছিলেন বিডি ক্লিন হবিগঞ্জ জেলা ও লাখাই উপজেলার সদস্যবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী দৈনিক হবিগঞ্জের বাণী লাখাই প্রতিনিধি এম ইয়াকুব হাসান অন্তর, দৈনিক আজকের হবিগঞ্জ ও অনলাইন সিলেট ডটকম এর লাখাই প্রতিনিধি বিল্লাল আহমেদ, এবং লাখাই উপজেলার বিডি ক্লিনের সম্ভাব্য সমন্বয়ক ও জাতীয় দৈনিক ভোরের কাগজ লাখাই উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ রিপন স্থানীয় ব্যবসায়ীরাও সক্রিয়ভাবে অংশ নেন।