
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার উপজেলার সারি নদীর বাওনহাওর ও শেওলাটুক এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন।
দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন ব্যবহার করে সারি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এতে নদীর পাড়ের ফসলি জমি এবং রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছিল। এলাকাবাসী একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরলে জেলা প্রশাসন এই পদক্ষেপ নেয়।
অভিযানের সময় বাওনহাওর এলাকা থেকে প্রায় ১ লক্ষ ৮ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। এই অভিযানে জৈন্তাপুর ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এই ধরনের অভিযান অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেবে বলে আশা করা যায়।