
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে আটক করেছে পুলিশ। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপনভাই।
আজ তিনি আওয়ামী লীগ নেতাকর্মী, শিক্ষক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে একটি অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত জনতা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করে নিয়ে যায়।
উল্লেখ্য, লতিফ সিদ্দিকী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন।
আবদুল লতিফ সিদ্দিকী টাংগাইলের কালিহাতি আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
২০১৪ সালে তিনি হজ, তাবলিগ জামাত ও রাসূল (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে মন্ত্রিত্ব হারান।