
সিলেটের ভোলাগঞ্জ সড়কে যৌথ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও লোশনসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাকুরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হল,
টিটন পাল (২৫), সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা। রাবেল চৌধুরী (২৫), মীরাবাজার এলাকার বাসিন্দা। রাজু দাস (২৬), জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ‘নগর এক্সপ্রেস’ নামের একটি গাড়িতে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় ওই তিনজনের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও লোশন জব্দ করা হয়।
অভিযানে পুলিশের পক্ষে নেতৃত্ব দেন এসআই বিধান দেব।
আটককৃতদের পরে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।