
দিরাই-মদনপুর সড়কের গুরুত্বপূর্ণ কাঠইর সেতুর ওপর একটি মালবাহী ট্রাক দেবে যাওয়ায় আজ সকাল থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এর ফলে জেলা সদর সুনামগঞ্জের সঙ্গে দিরাই এবং আশেপাশের এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাধারণ যাত্রী থেকে শুরু করে পণ্য পরিবহনকারী ব্যবসায়ীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে একটি অতিরিক্ত মাল বোঝাই ট্রাক সেতুটি পার হওয়ার সময় হঠাৎ করেই দেবে যায়। দুর্বল কাঠামোর কারণে সেতুটি ট্রাকের ভার বহন করতে পারেনি, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দেবে যাওয়ায় এর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি কাজে বের হওয়া মানুষরা আটকা পড়েছেন এবং বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েছেন। বিকল্প কোনো সড়ক না থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
স্থানীয় প্রশাসন দুপুরে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ট্রাক টি সরাতে সক্ষম হন। পরে যানচলাচল স্বাভাবিক হয়।