
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে এজিএস পদে লড়ছেন হবিগঞ্জের তানভীর আল হাদী মায়েদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।
বানিয়াচং উপজেলা সদরের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মায়েদ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার বাবার নাম জমশেদ উল্লা খান।